BangaliNews24.com

নৌকাডুবিতে সুনামগঞ্জে নিহত ২ আহত ৩ শিশু

নৌকাডুবিতে সুনামগঞ্জে নিহত ২ আহত ৩  শিশু
জুলাই ০১
২৩:২৭ ২০১৮

সুনামগঞ্জ থেকে : রোববার (১ জুলাই) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত কুরফান আলীর ছেলে ইমদাদুল হক (৬৫) ও শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কেশবপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ছোট নৌকায় করে মুর্তাখাই গ্রামে যাওয়ার পথে জোড়াশিঙ্গা হাওরের বড়ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচণ্ড বাতাসের কবলে পড়ে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় তিন শিশু আহত হয়েছে।

আহত শিশুরা হলো- নিহত হুসনে আরার দুই ছেলে রাফি মিয়া (৪) ও আবির মিয়া (২), আবদুল বাছিত (৩)।

আহত শিশুদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অন্যান্য খবর

BangaliNews24.com