BangaliNews24.com

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের
সেপ্টেম্বর ০১
১১:৪২ ২০১৮

ডেস্ক প্রতিবেদন : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাসের ৫ যাত্রীর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার রাতে গাইবান্ধা থেকে যাত্রীবাহী বাসটি ঢাকা যাবার পথে পলাশবাড়ী উপজেলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। এসময়, ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, ময়মনসিংহে বাস চাপায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। শুক্রবার রাতে, সদর উপজেলার পুলিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্যান্য খবর

BangaliNews24.com