BangaliNews24.com

সিলেটে প্রবাসী আওয়ামী লীগ নেতা খুন

সিলেটে প্রবাসী আওয়ামী লীগ নেতা খুন
সেপ্টেম্বর ০১
১১:৫৫ ২০১৮

সিলেট প্রতিনিধি: সিলেটে দুর্বৃত্তদের হামলায় এক প্রবাসী আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরের তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- এস এম আব্দুল আহাদ (৪০), তিনি আওয়ামী লীগের কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আজ শনিবার সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। সভা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় মোটরইসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে আহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আহাদের পেট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে, কে বা কারা এই হামলা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

অন্যান্য খবর

BangaliNews24.com