BangaliNews24.com

ভোরবেলা সহবাস

ভোরবেলা সহবাস
অক্টোবর ০১
১৯:৪৬ ২০১৮

ডেস্ক প্রতিবেদন: ভোরে সহবাসের ফলে মানুষ অনেক বেশি আশাবাদী হন। এটি মানুষের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। চিকিৎসাবিজ্ঞানের মতে, সকালে বা ভোরবেলা যারা সহবাস করেন তারা অনেকবেশি স্বাস্থবান হন। ভোরবেলা সহবাসের ফলে সারাদিন তারা মানসিক দিক থেকে অনেক বেশি স্থিতিশীল থাকেন। সহবাসের সময় যে অক্সিটোসিন হরমোন নির্গত হয় তা মানুষের মস্তিষ্ককে আনন্দে রাখে। ভোরের সহবাসের ফলে শরীরে রক্ত সঞ্চালন সঠিক থাকে।
আবার সপ্তাহে দুইদিন যদি সকালবেলা মিলন ঘটে, তাহলে মানুষের শরীরে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে। সকালের মিলনের ফলে আর্থ্রাইটিস ও মাইগ্রেনের মত রোগ কম হয়।
ডায়েবেটিসের রোগীদের পক্ষে সকালের মিলন অত্যন্তফলপ্রদ। সকালের আধঘণ্টার মিলনে ৩০০ ক্যালোরির মতশক্তির খরচ হয় যেটা ডায়েবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। হাড়ের গঠনেও সকালের সহবাস বিশেষ ভূমিকা পালন করে।

অন্যান্য খবর

BangaliNews24.com