BangaliNews24.com

নাটোরে ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২

নাটোরে ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২
জুলাই ০৩
১৮:২৪ ২০১৮

 

নাটোর থেকে : নাটোরে র‌্যাবের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন (৩২) ও আল মামুন ফিরোজ (৩৮) নামে দুই ভুয়া র‌্যাবকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে শহরের কানাইখালী ও সদর উপজেলার কাফুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আবুল হামিদের ছেলে এবং আল মামুন ফিরোজ সিংগারদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি ২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত সোমবার লিটনের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ভাদুপাড়া গোপালনগর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মইনুল ইসলাম ভয়ভীতি প্রদর্শনসহ চাঁদাদাবির অভিযোগ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কানাইখালী এলাকায় অভিান চালিয়ে ফরিদ বিল্ডিং এর নীচ তলার সামির ইন্টারনেট দোকানের সামনে থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাফুরিয়া এলাকা থেকে আল মামুন ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

মেজর শিবলী মোস্তফা বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা মইনুল ইসলামের নিকট থেকে বিগত ১২ মাস ধরে প্রতি মাসে ১০০০০/- (দশ হাজার) টাকা চাঁদা আদায় করে আসছিল।

অন্যান্য খবর

BangaliNews24.com