BangaliNews24.com

দেশের বিভিন্ন জেলায় সড়ক পরিবহন বন্ধ

দেশের বিভিন্ন জেলায় সড়ক পরিবহন বন্ধ
অগাস্ট ০৩
২০:৪৭ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে যানবাহনের নিরাপত্তার দাবিতে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের যাত্রীবাহী বাস কোথাও ছেড়ে যায়নি। এতে সড়ক-মহাসড়কে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। এদিকে, বিকল্প পথে যাত্রায় গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পরিবহন মালিক ও শ্রমিক সমিতি যানবাহন চলাচল বন্ধ রেখেছে। সড়কে যানবাহনের নিরাপত্তার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে।
সিলেটের সকল রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে চালকরা। এদিকে, দ্বিতীয়দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, ঢাকাগামী বাস বন্ধ থাকলেও, জেলার আঞ্চলিক সড়কে কয়েকটি বাস চলাচল করছে।

চট্টগ্রামে যানবাহনের নিরাপত্তা বিবেচনায় বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ছে যাত্রীরা। এছাড়া বিকল্প পথে যাত্রায় গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও।

দিনাজপুর, রংপুর-বগুড়া, রংপুর-রাজশাহীসহ ২২টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেহেরপুরের মটর শ্রমিক ইউনিয়ন।

এছাড়া, বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, ঠাকুগাঁও, বগুড়াসহ বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে বাস চলাচল।

অন্যান্য খবর

BangaliNews24.com