BangaliNews24.com

একটি হাসিতে দেশ অস্থিতিশীল: এরশাদ

একটি হাসিতে দেশ অস্থিতিশীল: এরশাদ
অগাস্ট ০৪
২১:১১ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: একটি হাসি দেশকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে এরশাদ এ মন্তব্য করেন।

এসময়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে তিনি বলেন, যারা আজ মানুষ মরলে হাসে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। তিনি বলেন, কোমলমতি শিশুরা রাজনীতি বোঝে না।

এরশাদ বলেন, পরিবহন শ্রমিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক সরকারকে অনুরোধ করব, তাদের সঙ্গে কোনো আপস নয়। আইন সবাইকে মানতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভেবেচিন্তেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন এরশাদ। এরশাদ দাবি করেন, তাঁর মতো নির্যাতিত রাজনীতিবিদ তিনি আর দেখেননি। তিনি বলেন, ১৪ বছর ৯ মাস পর মঞ্জুর হত্যা মামলা করা হলো আমার বিরুদ্ধে। জিয়া হত্যার বিরুদ্ধে অভিযুক্ত মঞ্জুর। অথচ তারা জিয়া হত্যার বিচার চায় না। যখনই মঞ্জুর হত্যার রায় ঘোষণার সময় হয়, তখনই জজ পরিবর্তন করা হয়। এ পর্যন্ত সাতজন জজ পরিবর্তন করা হয়েছে।

অন্যান্য খবর

BangaliNews24.com