BangaliNews24.com

লালমনিরহাট পাটগ্রাম থেকে জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে জেএমবির লালমনিরহাট জেলা কমান্ডারসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে অাটক করেছে র‍্যাব ১৩

লালমনিরহাট পাটগ্রাম থেকে জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে জেএমবির লালমনিরহাট জেলা কমান্ডারসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে অাটক করেছে  র‍্যাব ১৩
অগাস্ট ০৪
০২:১৫ ২০১৮

এস এম রাফাত হোসেন বাঁধন, বিশেষ প্রতিনিধি :  শুক্রবার বিকালে RAB-13 এর সংবাদ সম্মেলনে জানানো হয়,বৃহস্পতিবার রাতে RAB-13 এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রামের এমএম প্লাজা মার্কেটের ডায়না ফ্যাশন টেইলার্সে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির অগ্নেয়াস্ত্র ও বেশকিছু তাজা গুলিসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে অাটক করেছে ।

তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল,পিস্তলের ০৫ রাউন্ড তাজা গুলি, ২ টি ম্যাগাজিন,১ টি শার্টারগাণসহ বিপুল পরিমান বই ও লিফলেট পাওয়া যায়। সাংবাদিকদের করা প্রশ্নে অধিনায়ক জানায় নির্বাচনের আগে জঙ্গি সংগঠনের পাশাপাশি অন্য কেউ দেশ অস্তিতিশীল করতে পারে সে জন্য আইনশৃংখলা বাহিনী সতর্ক আছে।

অন্যান্য খবর

BangaliNews24.com