BangaliNews24.com

১৯ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

১৯ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার  ফল প্রকাশ
জুলাই ০৫
২৩:৫০ ২০১৮

বাঙালিনিউজ ডেস্ক : দেশের ১০টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ জুলাই। ওইদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বাঙালিনিউজ কে এসব তথ্য জানিয়েছেন।

গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এবার অংশ নিয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেন ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিআইবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ছিলেন ২৯৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।সময় ঘনিয়ে আসায় অভিবাবক ও ছাত্র/ছাত্রীদের দৃষ্টি এখন ফলাফলের দিকে ।

 

অন্যান্য খবর

BangaliNews24.com