BangaliNews24.com

বরগুনা বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বরগুনা বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৬
০০:৪৩ ২০১৮

রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধিঃ: বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ০৫ সেপ্টেম্বর  বুধবার লাল সবুজ সোসাইটির উদ্যোগে  কথা প্রকাশনীর সহযোগিতায়  বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য মো.দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ,বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল প্রতিনিধি ও লালসবুজ সোসাইটির উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, বরগুনা পুলিশলাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্গীত শিল্পী বাবুল সাহা। সজিব হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাল সবুজ সোসাইটি বরগুনার আহবায়ক বশির আহমেদ। বরগুনা শহরের ১৭ টি বিদ্যালয় থেকে ২ শতাধিক চিঠির মধ্য থেকে শ্রেষ্ঠ ৩ জন ও ১৭ জনকে বিদ্যালয়ভিত্তিক সেরা পুরস্কারে ভূষিত করা হয়।

অন্যান্য খবর

BangaliNews24.com