BangaliNews24.com

আওয়ামী লীগের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
অগাস্ট ০৮
০০:৫০ ২০১৮

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলায় দলের আহত কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে তিনি আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান। এ সময় দলের আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আহত আওয়ামী লীগ কর্মীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন শেখ হাসিনা। গত শনিবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ১৭ জন নেতাকর্মী আহত হন।

অন্যান্য খবর

BangaliNews24.com