BangaliNews24.com

জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই- সিইসি

জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই- সিইসি
অগাস্ট ০৮
০০:৪৬ ২০১৮

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে, প্রতিবন্ধীদের ভোটাধিকার চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে জানিয়ে সিইসি আরো বলেন, অক্টোবরের শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত ও সীমানা নির্ধারণের কাজ শেষ করে এখন কেন্দ্র বাছাইয়ের কাজ চলছে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন কমিশন তাই করবে বলেন জানান প্রধান নির্বাচন কমিশনার।

অন্যান্য খবর

BangaliNews24.com