BangaliNews24.com

শরীয়তপুরে লঞ্চঘাট ধসে ‘৯’জন নিখোঁজ

শরীয়তপুরে লঞ্চঘাট ধসে ‘৯’জন নিখোঁজ
অগাস্ট ০৮
০০:৩৩ ২০১৮

বিশেষ প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর হঠাৎ ভাঙনে একটি লঞ্চঘাট ধসে পানিতে পড়ে নয়জন নিখোঁজ হয়েছে বলে জানায় স্থানীয়রা। এছাড়া ঘাট সংলগ্ন বাজার, দুইটি ট্রলি, একটি মাহেন্দ্র জিপ ও একটি পল্টুন নদীগর্ভে বিলীন যায়।

তবে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন পাঁচজন নিখোঁজ হয়েছে বলে সথানীয় গণমাধ্যমকে জানায়।

জেলার ফায়ার সার্ভিস অফিসও বলছে, পাঁচজন নিখোঁজ হয়েছেন; তবে এ সংখ্যা বাড়তে পারে।

নড়িয়ার ওসি আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে নড়িয়ার সাধুরবাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, এলাকার বাড়িঘর ও লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে এবং নদীর তীরবর্তী স্থাপনা সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় ডুবে যাওয়াদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অন্যান্য খবর

BangaliNews24.com