BangaliNews24.com

সিলেটে ট্রাক চাপায় দুই সহোদরের মৃত্যু

সিলেটে ট্রাক চাপায় দুই সহোদরের মৃত্যু
অগাস্ট ০৮
২২:৫৩ ২০১৮

বিশেষ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার সময় উপজেলার হেতিমগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, গোলাপগঞ্জের গুগারকুল গ্রামের সিকান্দর আলীর দুই ছেলে সুরুজ আলী ও তরমুজ আলী।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী সাংবাদিকদের জানান, বিয়ানীবাজার থেকে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয় আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

অন্যান্য খবর

BangaliNews24.com