BangaliNews24.com

১২ দেশের কূটনীতিকের সাথে বিএনপি’র নেতাদের বৈঠক

১২ দেশের কূটনীতিকের সাথে বিএনপি’র নেতাদের বৈঠক
অগাস্ট ০৮
০০:৪০ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ১২ দেশের কূটনীতিকদের কাছে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে, রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও আমেরিকাসহ বিভিন্ন দেশের দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় কারাগারে বন্দি খালেদা জিয়ার শারিরিক অবস্থা, জামিন, আগামী নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় কূটনীতিকদের কাছে তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খানসহ আরো অনেকে।

অন্যান্য খবর

BangaliNews24.com