BangaliNews24.com

তুরস্কে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৯

তুরস্কে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৯
অগাস্ট ১০
০০:১৪ ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিম উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবিতে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে আরও চারজনকে। আজ বৃহস্পতিবার দেশটির আয়দিন প্রদেশের কুসদাসির নিকটবর্তী একটি উপকূলে নৌকাডুবির এ ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ডে বরাত দিয়ে এতথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তুর্কি উপকূলে অভিবাসী বোঝাই নৌকাডুবিতে সাত শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। তারা গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিল। তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নৌকাডুবির ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে এবং কেউ আর নিখোঁজ নেই বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী দল।

২০১৫ সাল থেকে এই পথ দিয়ে বিপুল সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ২০১৬ সালে ইইউ ও তুরস্কের এক সমঝোতার পর এই হার অনেক কমে আসে। মূলত গ্রিস দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টায় এই উপকূল দিয়ে পাড়ি জমায় অভিবাসীরা। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত এই উপকূল দিয়ে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর ৫৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অন্যান্য খবর

BangaliNews24.com