BangaliNews24.com

দলিত ও সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক

দলিত ও সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক
ডিসেম্বর ১১
০৩:৩৩ ২০১৮

এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুর প্রতিনিধি : সংবিধানের মূল চেতনাকে ধারণ করে দলিত ও সমতলের আদীবাসি জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টি ভঙ্গি গ্রহণের আহব্বান জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

গতকাল বিকেলে রংপুর পর্যটন মোটেল সম্মেলন কক্ষে,রংপুর-এ বাংলাদেশ জাতীয় সংসদের দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ(এপিপিজি)এর উদ্দেগ্যে হেকস/ইপার এর সহায়তায় এনএনএমসি-র সহযোগিতায় এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

“দলিত ও সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনএনএসসি জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের পার্থ বোস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বাংলাদেশে জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি)এর পরিচালক মাহাবুবা রহমান,হেকস/ইপার প্রতিনিধি ইসরাত জাহান বিজু এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলার বিশিষ্ট রাজনৈতিক নের্তৃবৃন্দ,রংপুর জেলার দলিত ও আদিবাসী প্রতিনিধি বর্গ,বিভিন্ন এনজিও-র উন্নয়নকর্মীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক প্রতিনিধি।

অন্যান্য খবর

BangaliNews24.com