BangaliNews24.com

মাদারীপুরের কালকিনিতে একই স্থানে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আহত-১০

মাদারীপুরের কালকিনিতে একই স্থানে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আহত-১০
জুলাই ১২
১৭:২৭ ২০১৮

 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে একই স্থানে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদেরকে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেলকাই নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার মেলকাইত নামক স্থানে একটি ইজি বাইককে বাঁচাতে গিয়ে আইসক্রিমবাহি পিকাপের সঙ্গে পন্যবাহি একটি ট্রাকের মুখো-মুখী সংঘর্ষ হয়। এতে করে আইসক্রিমবাহি পিকাপটি খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন গাড়ির দুইজন চালক, হেলপার ও ইজি বাইকের তিনজন যাত্রীসহ ৭জন। অপরদিকে একই স্থানে আধা ঘন্টার ব্যবধানে একটি পন্যবাহি ট্রাকের চাকা ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছে চালক ও হেলপারসহ কমপক্ষে তিনজন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশের সহযোগীতায় খাদে পরে যাওয়া ট্রাক উদ্ধার কার্যক্রম শুরুকরেন। তবে এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে নিহত হওয়ার কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অন্যান্য খবর

BangaliNews24.com