BangaliNews24.com

শাকিবের প্রেমে পাগল পায়েল

শাকিবের প্রেমে পাগল পায়েল
জুন ১৩
১২:৩৮ ২০১৮

শাকিবের প্রেমে পাগল পায়েল
বাঙালি নিউজ২৪ ডেস্ক : আমাদের দেশিয় ছবি ‘ক্যাপ্টেন খান’ এর প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় ভাগের শুটিংয়ে কক্সবাজার গিয়েছে ছবির টিম।

এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। আর তাতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি।

বাংলাদেশে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পায়েল বলেন, এসেই কোনো শট দেইনি। বাংলাদেশে এসে শ্যুটিংয়ের বিষয়গুলো বোঝার চেষ্টা করছি।

শাকিব খানের সঙ্গে কাজে করার প্রসঙ্গে তিনি বলেন, আমি শাকিব খানের ফ্যান। শাকিব ভাইয়ের সঙ্গে এখনো শ্যুটিং হয়নি। সুপারস্টারের সঙ্গে কাজের উচ্চবাসটা আসলেই অন্যরকম। সেই সঙ্গে অনেক চাপও থাকে। সুপারস্টারের সঙ্গে অভিনয় করা নায়িকার প্রতিও দর্শকদের আলাদা প্রত্যাশা থাকে। তবে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।

নিজের চরিত্র নিয়ে পায়েল মুখার্জি বলেন, সিনেমায় মাত্র দুটি নারী চরিত্র রযেছে। গল্পের প্রয়োজনে যতটুকু দরকার সেই দিক থেকে আমি চরিত্রটি নিয়ে বেশ সন্তুষ্ট। চরিত্রে আমার কাজের জায়গা কতটুকু আছে সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

অন্যান্য খবর

BangaliNews24.com