BangaliNews24.com

তিতলির প্রভাবে ঢাকাসহ সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি

তিতলির প্রভাবে ঢাকাসহ সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি
অক্টোবর ১৩
১৮:৫৮ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ঢাকাসহ সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ, ব্যঘাত ঘটছে দৈনন্দিন কাজকর্মে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো দু’দিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া ভারী বৃষ্টিপাতে পাহাড় ধ্বসের আশঙ্কা করছে সংস্থাটি।

ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। তবে কযেকদিনের ভ্যাপসা গরম কিছুটা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া ভারী থেকে অতিবর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকুলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, কক্সবাজার, কুমিল্লাও চাঁদপুরসহ কয়েক জেলায় এখনও গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। ভোর থেকেই এসব স্থানে শুরু হয়েছে বৃষ্টি। টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছে এসব অঞ্চলের মানুষের। এছাড়া ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে ব্যাহত হচ্ছে মোংলা সমুদ্রবন্দরে পণ্য খালাস কার্যক্রম।
অন্যদিকে, সমুদ্রবন্দরগুলোয় তিন নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

অন্যান্য খবর

BangaliNews24.com