BangaliNews24.com

জাতীয় শোক দিবসে বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
অগাস্ট ১৪
১০:৩২ ২০১৮

বিশেষ প্রতিনিধি: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় জাতির জনকের সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরইমধ্যে সমাধিসৌধ কমপ্লেক্স পরিচ্ছন্ন করা হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় জাতির জনকের সমাধীতে ফাতেহা পাঠ, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এসয় পরিবারের সদস্য, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সাথে থাকবেন।
এরইমধ্যে শেষ হয়েছে সমাধি সৌধ কমপ্লেক্সের উন্নয়নমূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কমপ্লেক্সের চারদিকে বসানো হয়েছে সি সি ক্যামেরা।
এদিন, বেলা ১১টায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সের বকুলতলায় মিলাদ ও দোয়া মাহফিলেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

অন্যান্য খবর

BangaliNews24.com