BangaliNews24.com

জাতীয় শোক দিবসে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বিভিন্ন কর্মসূচি পালিত

জাতীয় শোক দিবসে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বিভিন্ন কর্মসূচি পালিত
অগাস্ট ১৫
১৬:২০ ২০১৮

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, বীনামূল্যে বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা প্রদান , বীনা মুল্যে রক্তের গ্রুপ নির্নয় ,রক্তদান কর্মসূচি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভায় শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: এম. এ. মান্নান বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ট্র বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক যে মহামানবের সৃষ্টি না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। সেই মহান নেতাকে ও তাঁর পরিবারকে ১৫ আগস্ট ১৯৭৫ কাকডাকা ভোরে একদল বিপথগামী সেনা কর্মকর্তাদের বুলেটের আঘাতে হত্যাকরা হয়। বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত জরা ব্যাধি মুক্ত সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি এ সময় আরো বলেন ৪৩ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বাঙ্গালী জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। সেদিন ঘাতকরা ৩টি বাড়িতে লক্ষ্যবস্তু করে আক্রমন করেছিল। সেদিন গৃহকর্মীসহ কেউ রেহাই পায়নি। ১৫ আগস্ট যাঁরা জীবন দিয়েছেন শ্রদ্ধাবনতচিত্তে তাদের রুহের মাগফেরাত কামনা করি। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বস্তরের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীগন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা, আবদুল্লাহ-আল-মামুন।

অন্যান্য খবর

BangaliNews24.com