BangaliNews24.com

নতুন করে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

নতুন করে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
জুলাই ১৭
০০:৪৫ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক: লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে ও অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘গহীন হৃদয়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। ছবিতেই ‘সোহিনী’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর সোহিনীর ছোটবেলার বন্ধু অনুপমের চরিত্রে আছেন কৌশিক সেন। সোহিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার।

এই সিনেমায় কৌশিক সেনের সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ঋতুপর্ণাকে। নতুন করে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

খোলামেলা দৃশ্যে অভিনয়ের বিষয়ে সম্প্রতি ঋতুপর্ণা একটি ভারতীয় পত্রিকায় বলেন, চিত্রনাট্যে প্রয়োজনে আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। এমন দৃশ্যে অভিনয় করা ও দৃশ্যটি ফুটিয়ে তোলা আমার কাছে চ্যালেঞ্জের। এটা আমার কাছে কাজেরই অঙ্গ। আমার চরিত্র ও কাজের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। পেশাদার অভিনেত্রী হিসেবে আমরা ছবির চরিত্র হয়ে উঠি। আর হ্যাঁ, এ ধরনের দৃশ্যে আমি স্বাচ্ছন্দ্য বোধকরি, কৌশিক সেনের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালো। এই পুরো বিষয়টাই ছবির বা অভিনয়ের অঙ্গ।

অন্যান্য খবর

BangaliNews24.com