BangaliNews24.com

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
অগাস্ট ১৮
২৩:১৭ ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। রয়টার্স এ খবর জানায়। আজ শনিবার ট্যুইটারের বরাত দিয়ে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনও এতথ্য নিশ্চিত করেছে।

নোবেলজয়ী কফি আনানের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন।

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

১৯৩৮ সালের ৮ এপ্রিল ঘানার কুমাসিতে জন্মগ্রহণ করেন কফি আনান। জাতিসংঘের সপ্তম প্রধান হিসেবে ১০বছর দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান নেতা। আর তার দায়িত্বের স্বীকৃতি জন্য ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

অন্যান্য খবর

BangaliNews24.com