BangaliNews24.com

লাবণী পয়েন্টে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

লাবণী পয়েন্টে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
অগাস্ট ১৮
২৩:২৫ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার সকাল আটটার দিকে ইফতেখার আলম আবির (২২) নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার খন্দকার ফজলে রাব্বী।

নিহত আবির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তারা চার বন্ধু ঢাকা থেকে বেড়াতে এসে সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় সাগরে ভাটা চলছিল। গোসলের একপর্যায়ে স্রোতের টানে ভেসে যান আবির। বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।

তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত সুপার ফজলে রাব্বী।

অন্যান্য খবর

BangaliNews24.com