BangaliNews24.com

ঈদে রাজধানীতে গ্যাস সংকট থাকবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

ঈদে রাজধানীতে গ্যাস সংকট থাকবে না: জ্বালানি প্রতিমন্ত্রী
অগাস্ট ১৯
২৩:০৯ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদে রাজধানীতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে, সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তরল প্রাকৃতিক গ্যাস- এলএনজি সরবরাহ শুরু হওয়ায় এতোদিন চট্টগ্রাম অঞ্চলে যে গ্যাস সরবরাহ দেয়া হতো তা এখন ঢাকায় দেয়া হবে, এতে ঢাকায় গ্যাসের প্রেসার বাড়বে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে প্রতিদিন সাড়ে সাত কোটি ঘনফুট গ্যাস জাতিয় গ্রিডে যুক্ত হচ্ছে এলএনজি। তবে এখনও পরীক্ষামূলকভাবে এলএনজি দেয়া হচ্ছে, তাই এলএনজির প্রেসার নিয়ে সমস্যা থাকতে পারে। তবে ১০ অক্টোবরের পর এলএনজির মাধ্যমে সরবরাহ করা গ্যাসের প্রেসার স্বাভাবিক হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

অন্যান্য খবর

BangaliNews24.com