BangaliNews24.com

নোয়াখালীর হাতিয়ায় বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় মেঘনায় পড়ে কলেজছাত্রের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় মেঘনায় পড়ে কলেজছাত্রের মৃত্যু
জুন ২৩
০৯:২৭ ২০১৮

নোয়াখালী প্রতিনিধি : বেড়াতে গিয়ে পন্টুনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় মেঘনা নদীতে পড়ে নোয়াখালীর হাতিয়ায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মো. আরিফ (১৭) সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের প্রবাসী মো. ইব্রাহিমের ছেলে। তিনি সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের পন্টুনের উপর থেকে সেলফি তোলার সময় নদীতে পড়ে যান আরিফ। পরে বিকালে পন্টুনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ বন্ধুসহ হাতিয়ায় বেড়াতে গিয়েছিলেন আরিফ। ট্যাংকির ঘাট ঘুরে চেয়ারম্যান ঘাটে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।

নদীতে পড়ে যাওয়ার পর জোয়ারের তোড়ে তিনি পন্টুনের নিচে চলে যান। সঙ্গী বন্ধুরা ও স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। পরে তার লাশ পাওয়া যায়।

অন্যান্য খবর


BangaliNews24.com