BangaliNews24.com

সিরাজগঞ্জে চাচা ও ভাতিজির লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চাচা ও ভাতিজির লাশ উদ্ধার
জুলাই ০৮
০০:৩৪ ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা থেকে চাচা ও ভাতিজির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুলাই) দুপুরে চর ছোনগাছা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম এই তথ্য জানান।

নিহতরা হলেন- চর ছোনগাছা গ্রামের ওমর আলীর মুন্সির ছেলে আব্দুর রহিম (২২) ও তার ভাতিজি শাহ আলমের মেয়ে হাওয়া খাতুন (১৬)। হাওয়া খাতুন চর ছোনগাছা সিনিয়ন ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘একই রাতে চাচা ও ভাতিজির মৃত্যুর রহস্য উদঘাটনে নিহতদের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

হাওয়া খাতুনের বাবা শাহ আলম বলেন, ‘রাত ১২টার সময় আমার মামাতো ভাই আব্দুর রহিমের মৃত্যুর খবর পেয়ে ঘুম থেকে জেগে উঠি। এসময় বাড়ির সবাই যখন কান্নাকাটি করছিল এরই ফাঁকে আমার মেয়ে হাওয়া খাতুন বাড়ির রান্না ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

অন্যান্য খবর


BangaliNews24.com