BangaliNews24.com

রাজশাহী ও মুন্সিগঞ্জে গোলাগুলিতে ২মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী ও মুন্সিগঞ্জে গোলাগুলিতে ২মাদক ব্যবসায়ী নিহত
জুলাই ২৯
১১:৩৮ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এসময় আহত হয়েছে র‌্যাবের দু’সদস্য। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ভোরে উপজেলার ইটভাটা এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ীদের সাথে গুলি বিনিময় হয়। এসময় সোহরাব নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় গোলাগুলিতে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গতরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’রাউন্ড গুলিসহ পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

অন্যান্য খবর


BangaliNews24.com