
জুলাই ৩০
১৪:০৫
২০১৮
নিজস্ব প্রতিবেদক: এজেন্সিগুলোর গাফিলতির কারণে এখনো ভিসা হয়নি হজ্বে যেতে ইচ্ছুক ২৫ হাজার ১৫২ জন যাত্রীর। তবে হজ ক্যাম্প কর্তৃপক্ষ বলছে, আগামী ৭ আগস্টের মধ্যে ভিসা সংক্রান্ত সকল জটিলতার নিরসন হবে। ভিসা জটিলতার প্রভাব বিমানের শিডিউলের ওপর পড়বে না বলেও জানান ক্যাম্প কর্মকর্তারা। এদিকে, সোমবার বিমানের ৭টি এবং সৌদি এয়ারলাইন্সের ৫টি নির্ধারিত ফ্লাইটে মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন চার হাজার ৭১৩ জন হজ্বযাত্রী। নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়ায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা।