BangaliNews24.com

জানুয়ারীর মধ্যে সকল নাগরিকের হাতে স্মাট কার্ড পৌঁছে যাবে- সিইসি

জানুয়ারীর মধ্যে সকল নাগরিকের হাতে স্মাট কার্ড পৌঁছে যাবে- সিইসি
অগাস্ট ০৮
২২:৫৬ ২০১৮

 

নিজস্ব প্রতিবেদক: আগামী জানুয়ারীর মধ্যে সকল নাগরিকের হাতে স্মাট কার্ড পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এজন্য জাতীয় পরিচয় পত্র অনুবিভাগকে সকল ধরনের উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭টি জেলার স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমানে নির্বাচন কমিশনের নিজস্ব অর্থায়ান এবং জনবল দিয়ে স্মার্ট কার্ড ছাপানো হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অন্যান্য খবর


BangaliNews24.com