BangaliNews24.com

ছবি ও কথা

ছবি ও কথা
অগাস্ট ১০
০০:৩৬ ২০১৮

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা/ সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না।- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতোই সেদিন চঞ্চল চৌধুরী ও জয়া আহসানের খুনসুটিতে মেতে উঠেছিল মাছরাঙা টিভির ‘কেমিস্ট্রি’র শুটিং। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া, অন্যদিকে, মিসির আলীর ভূমিকায় আছেন চঞ্চল। ফলে প্রযোজক-অভিনেতার রসায়ন তুলে ধরেছেন তারা। নওশীন নাহরিন মৌর উপস্থাপনা, রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৮টায় প্রচার হবে।

অন্যান্য খবর


BangaliNews24.com