BangaliNews24.com

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত
অগাস্ট ১৭
২৩:৩১ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও দুইজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে, মক্কা চেকপোস্ট এর আগে নন মুসলিম রোডে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মশিউর রহমান সেলিম, তার তিন কন্যা – সায়মা সেলিম, সিনথিয়া সেলিম ও সাবিহা সেলিম। এছাড়া, মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে মক্কা আল নূর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার স্বন্দীপ উপজেলায়।

অন্যান্য খবর


BangaliNews24.com