BangaliNews24.com

সু চি’র পদত্যাগ করা উচিত ছিল: জাতিসংঘ মানবাধিকার প্রধান

সু চি’র পদত্যাগ করা উচিত ছিল: জাতিসংঘ মানবাধিকার প্রধান
অগাস্ট ৩১
০০:০৮ ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেদেশের সেনাবাহিনীর চালানো সহিংসতার প্রেক্ষিতে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’আদ আল হুসাইন। রোহিঙ্গা সংকটে সু চি’র ভূমিকাকে ‘অনুশোচনীয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

‘সম্ভাব্য গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত’ বলে বুধবার (২৯ আগস্ট) জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশের পর এ দাবি করেন বিদায়ী মানবাধিকার প্রধান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে হুসাইন বলেন, ওই সময় (রোহিঙ্গা সংকট) তিনি (সু চি) কিছু একটা করার মতো অবস্থানে ছিলেন। সেনাবাহিনীর পক্ষে কথা না বলে তিনি চুপ থাকতে পারতেন। সবচেয়ে ভালো হতো, তিনি যদি পদত্যাগ করতেন।

তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্রের ভূমিকা নেওয়ার দরকার ছিল না তার। তিনি হয়তো বলতে পারতেন, আমি দেশের নামমাত্র নেত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকলেও এই পরিস্থিতিতে তা চলবে না।

অন্যান্য খবর


BangaliNews24.com