BangaliNews24.com

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ও জাপানের তাসুকু

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ও জাপানের তাসুকু
অক্টোবর ০১
১৯:৩২ ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: মরণ ব্যাধি ক্যানসার নিরাময়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো।

সোমবার সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা একাডেমীতে নোবেল জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল পুরস্কার ঘোষণার সময়, ক্যানসার চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াহীন থেরাপি আবিষ্কারের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে পুরস্কার ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেওয়া হবে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়নে, শুক্রবার শান্তি ও আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বির্তকের কারণে এবছর সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে সুইডিশ একাডেমী।

অন্যান্য খবর


BangaliNews24.com