BangaliNews24.com

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ
অক্টোবর ২৮
০১:১৯ ২০১৮

ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশি ক্ষুদে ফুটবলাররা। নেপালের ললিতপুর আনফা একাডেমি মাঠে প্রতিপক্ষকে নয় গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল তারা।

শুরু থেকে বেশ দাপটের সাথে খেলে বাংলাদেশি ছেলেরা। প্রতিপক্ষকে সামনে দাঁড়াতেই দেয়নি ক্ষুদে ফুটবলাররা। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। সতীর্থের হেডে পাওয়া বল আলতো টোকায় জালে পাঠান নিশাত জামান উচ্ছ্বাস। ১৯ মিনিটের মাথায় আবার নিশাত প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। এই গোলের চার মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। এরপর হাফটাইমের যাওয়ার আগ মুহূর্তে দলের অধিনায়ক মেহেদী হাসানের শটে গোল হয় আরও একটি। অবশেষে ৪-০ গোল নিয়ে বিরতিতে যায় বাংলাদেশের কিশোররা। বিরতির পর মাঠে নেমেও থেমে থাকেনি বাংলাদেশের খেলোয়াড়রা। মেঠে নেমেই দলের পক্ষে পঞ্চম গোল করেন নিশাত। এরপর বয়ে যায় গোলের বন্যা। ম্যাচের ৪৭ মিনিটে ও ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রাসেল। গোলের সংখ্যা দাঁড়ায় ৭-০ তে। ৮০ মিনিটের মাথায় আশিকুর রহমান গোল করে বাংলাদেশকে এগিয়ে নেয় ৮-০ ব্যবধানে। আর ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) আশিকুর নিজের জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এনে দেন ৯-০ ব্যবধানের বড় জয়। এর মধ্যে দুজনের পা থেকে এসেছে হ্যাটট্রিক। চার গোল করেছে নিহাত জামান উচ্ছ্বাস, জোড়া গোল করেছে করেছে রাসেল আহমেদ ও আশিকুর রহমান এবং একটি গোল এসেছে মেহেদী হাসানের পা থেকে।

আগামী সোমবার নেপালের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে অনূর্ধ্ব ১৫ দল।

অন্যান্য খবর


BangaliNews24.com