BangaliNews24.com

মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

মনোনয়নপত্র কিনলেন মাশরাফি
নভেম্বর ১১
২৩:১৪ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।

এসময় তিনি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে সুন্দর ও আধুনিক নড়াইল গড়াই তার লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি উপস্থিত ছিলেন। এছাড়া মাশরাফির বিপুল সংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ীরা জড়ো হন ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।

এর আগে, গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া নেন নড়াইল এক্সপ্রেস।

অন্যান্য খবর


BangaliNews24.com