BangaliNews24.com

রাষ্ট্রপতির সম্মতিতে সিইসি ও ইসি নিয়োগ বিল আইনে পরিণত হয়

রাষ্ট্রপতির সম্মতিতে সিইসি ও ইসি নিয়োগ বিল আইনে পরিণত হয়
জানুয়ারী ২৯
২১:৩৯ ২০২২


রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি

“>রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ‘প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও অন্যান্য নির্বাচন কমিশনার বিল-২০২২’ শিরোনামের বিলে সম্মতি দিয়েছেন, সংসদ সচিবালয় জানিয়েছে।

রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিলে তা এখন আইনে পরিণত হয়েছে।

আইনে উল্লেখিত সার্চ কমিটি এখনো গঠন করা হয়নি।

বঙ্গভবন সূত্র জানায়, দু-একদিনের মধ্যে সার্চ কমিটির গেজেট জারি হতে পারে।

সামান্য কিছু পরিবর্তন এনে বৃহস্পতিবার সংসদে বিলটি পাস হয় বিএনপি, জাতীয় পার্টি, গণফোরাম ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যদের বিরোধী দলে।

Source by [author_name]

অন্যান্য খবর


BangaliNews24.com