BangaliNews24.com

একরামুল করিম চৌধুরীকে এমপি ও দলীয় পদ থেকে বরখাস্তের সুপারিশ করেছে নোয়াখালী জেলা আ.লীগ।

একরামুল করিম চৌধুরীকে এমপি ও দলীয় পদ থেকে বরখাস্তের সুপারিশ করেছে নোয়াখালী জেলা আ.লীগ।
জানুয়ারী ২৯
২১:৩৯ ২০২২


একরামুল করিম চৌধুরী। ছবিটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তোলা।

“>একরামুল করিম চৌধুরী। ছবিটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তোলা।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে এমপি পদ থেকে বরখাস্ত এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দিতে দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

আজ নওখালী জেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান।

নোয়াখালী জেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে একরামুল দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আগামীকাল আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

“যদিও একরামুল করিম চৌধুরী আ.লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছিলেন, তবুও তিনি দলীয় প্রার্থী ও দলীয় প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন,” আ.লীগ নেতা বলেন, তার ভূমিকার কারণে স্থানীয় আ.লীগ নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। সভায় এমপির বিরুদ্ধে ড.

নোয়াখালী জেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে সভায় জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।

Source by [author_name]

অন্যান্য খবর


BangaliNews24.com