BangaliNews24.com

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
জুলাই ২১
২১:৫১ ২০১৮

বাঙালিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন– শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের এনামুল হকের ছেলে মুকুল রেজা (৩৬) ও মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের মন্তাজ আলীর ছেলে বাহাদুর (৩৭)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল বাঙালিনিউজ২৪কে জানান, দুপুর ২টার দিকে মুকুল ও বাহাদুর মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন। তারা ধোবপুকুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাককে দেখে হঠাৎ ব্রেক করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ওপর ছিটকে পড়ে। এতে মুকুল ও বাহাদুর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চাঁপাইনাববগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অন্যান্য খবর

BangaliNews24.com