BangaliNews24.com

সিরাজগঞ্জের তামাই হতে ইয়াবা সেবনের সময় ইয়াবাসহ পুলিশ আটক

সিরাজগঞ্জের তামাই হতে ইয়াবা সেবনের সময় ইয়াবাসহ পুলিশ আটক
জুন ২৩
০৮:১০ ২০১৮

 

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের তামাই হতে ইয়াবা সেবনের সময় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

আটক পুলিশ সদস্য কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছন বেলকুচি থানার এসআই আব্দুস সুবর।

আটককৃতরা হলেন জেলার উল্লাপাড়া উপজেলার পুঠিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল ফজলুল হক (২৭) ও তার বন্ধু বেলকুচি উপজেলার তামাই রয়নাপাড়ার নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৫)।

এসআই সুবর বাঙালিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল ফজলুল মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ-সাত মাস আগে বদলির ছাড়পত্র নিলেও নতুন কর্মস্থলে যোগ দেননি।

“বুধবার রাতে বেলকুচির তামাই এলাকায় একটি রিকশা গ্যারেজের ভেতরে ইয়াবা সেবন করছিলেন ফজলুল ও মনিরুল। আটকের সময় ফজলুলের কাছে দুটি আর মনিরুলের কাছে তিনটি ইয়াবা পাওয়া গেছে।”

এ ঘটনায় মামলার পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।

অন্যান্য খবর

BangaliNews24.com