BangaliNews24.com

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান তথ্যমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান তথ্যমন্ত্রীর
জুলাই ২৩
২৩:৪২ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন উদ্যেক্তা সৃষ্টি ও কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নিশ্চিত করতে হলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে নির্মূল করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান জানান। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবন মিলনায়তনে নিজের বলার মতো গল্পের প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘নিজের বলার মত গল্পের’ দ্বিতীয় ব্যাচে ৬৪ জেলা ও ১১টি দেশ থেকে অনলাইনভিত্তিক এ কর্মশালায় অংশ নেয় প্রায় ছয় হাজার জন। এ প্রশিক্ষণ পরিচালনা করেন নিজের বলার মত গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। এসময় সার্টিফিকেট প্রদান করা হয়।

অন্যান্য খবর

BangaliNews24.com