BangaliNews24.com

কুমিল্লায় সিএনজি চালিত অর্ধেক অটোরিক্সারই নেই রেজিস্ট্রেশন

কুমিল্লায় সিএনজি চালিত অর্ধেক অটোরিক্সারই নেই রেজিস্ট্রেশন
অক্টোবর ২৩
১১:৪৪ ২০১৮

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সিএনজি চালিত অর্ধেক অটোরিক্সারই নেই রেজিস্ট্রেশন। একই অবস্থা চালকদেরও, নেই ড্রাইভিং লাইসেন্স। আঞ্চলিক সড়ক-মহাসড়কে এসব যানবাহন অবাধে চলায় বাড়ছে দুর্ঘটনা। সন্ধ্যারপর এসব অটোরিক্সায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগও রয়েছে যাত্রীদের। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করা হলেও কাজ হচ্ছে না বলে জানালেন পুলিশ সুপার।
কুমিল্লার সতের উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সা রয়েছে ২১ হাজারের বেশী। এদের মধ্যে রেজিস্ট্রেশন আছে প্রায় ১১ হাজার। একই অবস্থা চালকদেরও।
লাইসেন্স বিহীন যান আর অদক্ষ চালক দাপিয়ে বেড়াচ্ছে আঞ্চলিক সড়ক-মহাসড়ক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এসব অটোরিক্সায় সন্ধ্যার পর ছিনতাই, ডাকাতিসহ ঘটছে নানা অপরাধ। রেজিস্ট্রেশন নাম্বার না থাকায় সহজেই পার পেয়ে যাচ্ছে চালকরা।
অভিযান চালিয়ে জরিমানা করা হলেও এসব অটোরিক্সা দৌরাত্ম কমছে না বলে জানালেন সৈয়দ নুরুল ইসলাম পুলিশ সুপার।
অবৈধ অটোরিক্সাকে রেজিস্ট্রেশন করার জন্য বার বার তাগিদ দেয়া হয়েছে বলে জানালেন বিআরটিএ’র এই কর্মকর্তারা।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতি কমাতে এসব অটোরিক্সাকে রেজিস্ট্রেশনের আওতায় আনার বিকল্প নেই বলে জানালেন সংশ্লিষ্টরা।

অন্যান্য খবর

BangaliNews24.com