BangaliNews24.com

চীনে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সামদ্রিক সেতু

চীনে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সামদ্রিক সেতু
অক্টোবর ২৩
১১:৩৬ ২০১৮

আন্তর্জাতিক ডেক্স: আজ চীনে উদ্বোধন হতে যাচ্ছে ২ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম হংকং-জুহাই-মাকাও সামদ্রিক সেতু। বিবিসি নিউজ জানায়, মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তামাধ্যমটি জানায়, ৫৫ কিলোমিটার আয়তনের এই সেতুটির নির্মান কাজ শুরু হয়েছিল ৯ বছর আগে। নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছিল সর্বোচ্চ ব্যবস্থা। ভূমিকম্প ও তাইফুন মোকবিলায় উপযোগী এই সেতুটিতে ব্যবহার হয়েছে ৪ লাখ টন স্টিল। এই সেতু নির্মাণ করতে এপর্যন্ত অন্তত ১৮জন নির্মাণকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য কতৃপক্ষ জানায়, বুধবার সর্বসাধারণের ব্যবহারের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে। তবে, সেতুটি ব্যবহারে নিতে হবে বিশেষ অনুমোদন এবং দিতে হবে শুল্ক। এছাড়া সেতুটিতে চলাচলের জন্য রয়েছে নিজস্ব বাস ব্যবস্থা। থাকছেনা কোন গনপরিবহন ও নেই কোন রেল লাইন।

অন্যান্য খবর

BangaliNews24.com