BangaliNews24.com

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ১০

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ১০
জুন ২৬
১২:১০ ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক হেলপার নিহত এবং কমপক্ষে ১০ বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার বিষু সিং (৩৫) জেলা শহরের থানার মোড় এলাকার ভোলা সিং-এর ছেলে। কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়্যালডাচ পরিবহনের একটি বাস (টাঙ্গাইল মেট্রো-ব-১১-০০০৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওই স্থানে উল্টে যায়। এতে দুর্ঘটনাস্থলেই হেলপার বিষু সিং নিহত হন। আহত হন কমপক্ষে ১০ বাসযাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০

তিনি আরও জানান, ওই আঞ্চলিক সড়কের দুই পাশে সওজের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এই কাজের কারণে মূল রাস্তা সরু হয়ে গেছে। অসাবধানবসত বাসটির চাকা রাস্তার পাশে খোড়াখুড়ি কাজের কারণে সৃষ্ট গর্তে পড়ে উল্টে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যান্য খবর

BangaliNews24.com