BangaliNews24.com

এ সপ্তাহেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কাঁচামরিচে

এ সপ্তাহেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কাঁচামরিচে
জুলাই ২৭
১৫:৪০ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারে নতুন করে বেড়েছে পেঁয়াজ, রসুন, ডিম, কাঁচামরিচসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। পর্যাপ্ত সরবরাহ থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও শাক-সবজি। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের এমন উর্ধ্বগতি বলে জানান বিক্রেতারা। মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম কমাতে আরো কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ক্রেতারা।
এ সপ্তাহেও রাজধানীর বাজারে কিছু নিত্যপণ্যের দাম বাড়তি। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম। ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। সেই সাথে কেজিতে ৩ থেকে পাঁচ টাকা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। এছাড়া কেজিতে পাঁচ টাকা বেড়েছে রসুনের দাম। হালি প্রতি তিন টাকা বেড়ে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগীর ডিম। এছাড়া, স্বর্ণা চালের দাম কেজিতে দু’টাকা বেড়ে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আমদানি করা চাল।
কেজিতে বিশ টাকা বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মারিচ। কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি মাছ। শাক-সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বাজারে পর্যাপ্ত আমদানি থাকলেও পঞ্চাশ টাকা কেজির নীচে মিলছেনা কোন সবজি।
সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়তি বলে জানান, ব্যাবসায়ীরা।
দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতিতে ক্ষুদ্ধ ক্রেতারা। মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম কমাতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
তবে, বাজারে কিছুটা কমেছে মুরগীর মাংসের দাম। অপরিবর্তীত আছে তেল, চিনি, ডালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম।

অন্যান্য খবর

BangaliNews24.com