BangaliNews24.com

শাহজাদপুরকে জেলার দাবীতে ১৯৭০ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মানববন্ধন

শাহজাদপুরকে জেলার দাবীতে ১৯৭০ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মানববন্ধন
জুলাই ২৭
০১:৫০ ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি : হযরত মখদুম শাহ দৌলা (রহ:)’র পূর্ণভূমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য, তাঁত শিল্প সমৃদ্ধ ও দেশের দুগ্ধ ভান্ডার খ্যাত শাহজাদপুরকে জেলার দাবীতে এক মানববন্ধন মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শাহজাদপুর পাইলট হাই স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার নতুন মাটি সড়কে আধা ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে। এতে ১৯৭০ সনের এসএসসি ব্যাচের ছাত্র গোলজার হোসেন, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, পীরজাদা সৈয়দ গোলাম ওয়ারেছ তারেক, হাজ্বী হাবিবুর রহমান, মজিবর রহমান, মিলন বসাক, মকবুল হোসেন, রতন দত্ত, বাবলু পাল, নুরু ঘোষ, শাহজাহান আলী, হোসনে আরা, ডাঃ আব্দুল মান্নান, আজম খান, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের অনেক জেলা আছে কয়েকটি উপজেলার সমন্বয়ে গঠিত। শাহজাদপুর অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে দেখা যায় অন্যান্য জেলার চেয়ে এখানে সরকারী কর আয়ের হার বেশি। সব দিক থেকেই অগ্রসর। তাই এখানে জেলা হওয়াটা জরুরী। তাই শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার সমন্বয়ে শাহজাদপুরকে জেলা ঘোষণা আমাদের সবার যোক্তিক দাবী। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

অন্যান্য খবর

BangaliNews24.com