BangaliNews24.com

ইউটিউবে এড়াতে পারবেন না বিজ্ঞাপন

ইউটিউবে এড়াতে পারবেন না বিজ্ঞাপন
অগাস্ট ২৯
০০:৫৬ ২০১৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মানুষ এখন ইউটিউবে ভিডিও দেখছে বেশি। কিন্তু বিজ্ঞাপন না দেখে ভিডিও দেখার দিন শেষ। ভিডিও নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে আরো বেশিসংখ্যক ভিডিওতে বাধ্যতামূলক বা নন-স্কিপেবল বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা করছে ইউটিউব। ইউটিউব প্ল্যাটফর্মে সহজে এড়াতে পারবেন না, এমন বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে গুগল কর্তৃপক্ষ। এতে অবশ্য ইউটিউব ভিডিও নির্মাতাদের লাভ হবে। তাঁরা ইউটিউব চ্যানেল থেকে আরও বেশি আয় করতে পারবেন।

সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে এসব বিজ্ঞাপন প্রচারের কার্যক্রম শুরু হবে। যেসব নির্মাতার ভিডিওতে এরই মধ্যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তাঁরাও এ সুযোগ পাবেন। তবে নির্মাতারা চাইলে নিজেদের ভিডিওতে বাধ্যতামূলক বিজ্ঞাপন প্রদর্শন না-ও করতে পারেন। বিষয়টি খোলাসা করতে শিগগিরই নির্বাচিত ভিডিও নির্মাতাদের বার্তা পাঠাবে ইউটিউব কর্তৃপক্ষ।

উলে­খ্য, ভিডিও শেয়ারিং সাইটটিতে থাকা জনপ্রিয় ভিডিওগুলোতে দুই ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। ভিডিও চালুর সময় কিছু বিজ্ঞাপন বন্ধ করা গেলেও বাকিগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বাধ্যতামূলকভাবে দেখতে হয়।

এ বছরের জানুয়ারিতে ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপনের জন্য ২০ সেকেন্ড সময় বেঁধে দেয় ইউটিউব কর্তৃপক্ষ।

অন্যান্য খবর

BangaliNews24.com