BangaliNews24.com

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
অগাস্ট ২৯
০০:৩৪ ২০১৮

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা সদরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ মঙ্গলবার সকালে সদরের পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৪০) ও তার ছেলে ওয়াসি ইসলাম (৪)। তারা রাজধানীর দক্ষিণ খান এলাকার বাসিন্দা ছিল।

পুলিশ জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শ্বশুর বাড়ি থেকে অটোরিকশা করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন আমিনুল ইসলাম। কুমিল্লার পালপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটির রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় অটোরিকশায় থাকা আমিনুল ও তার স্ত্রী-সন্তানসহ চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আমিনুল ও তার ছেলে ওয়াসিরের মৃত্যু হয়।

অন্যান্য খবর

BangaliNews24.com